Logo
Logo
×

সারাদেশ

চাঁদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বরের আলোচনা সভা

দেশের জনগণ ১৫ বছর ভোট দিতে পারেনি: আবদুস সালাম

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৮ এএম

দেশের জনগণ ১৫ বছর ভোট দিতে পারেনি: আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির  সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, এ দেশের জনগণ ১৫ বছর ভোট দিতে পারেনি। আমরা আমাদের ভোট দিতে চাই। এ দেশের জনগণ ভোটের মাধ্যমে নির্বাচন করবে কে দেশ চালাবে। ভোটবিহীন কোনো সরকারকে জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ বলেছিল তারা পালায়নি, শেখ হাসিনা পালাবেন না। অথচ শেখ হাসিনা এক কাপড়ে পালিয়েছেন। মনে রাখবেন, জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার টিকতে পারেনি, শেখ হাসিনাও না।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে দেশকে শোষণ করেছে। ঢাকা শহরে মানুষ মরে পড়ে থাকতো। তাকে দাফন করার মতো কেউ ছিল না। আওয়ামী লীগের টাইটেল ছিল কম্বল চোর। আজকে আওয়ামী লীগের টাইটেল হলো মানুষ হত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী। এই আওয়ামী লীগকে আর এদেশে জায়গা দেওয়া যাবে না।

তিনি বলেন, এই আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছিল। এ জায়গায় আমাদের ২ জন কর্মীকে হত্যা করা হয়েছিলো। বিএনপিকে নাকি খুঁজে পাওয়া যাবে না। আজকে আওয়ামী লীগ কই? তাদের কি খুঁজে পাওয়া যায়? তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। তিনি বলেন, হাসিনা দিনের ভোট রাতে করেছে। আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। রাজপথে গুলি করে মেরেছে। এসব হত্যার বিচার কি হবে না? অবশ্যই হবে। হাসিনা বলেছেন, খালেদা জিয়া নাকি ২ কোটি টাকা চুরি করেছে। লজ্জা লাগে বলতে যে আপনি শত শত কোটি টাকা চুরি করেছেন।

আবদুস সালাম বলেন, ৭ নভেম্বর না ঘটলে ওই দিনই বাংলাদেশ শেষ হয়ে যেত। আজকে বলে সংস্কার। আর সংস্কার করতে হলে জিয়াউর রহমানের দিকে তাকান। জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই সংস্কার করেছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, শাহজালাল মিশন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, আফজাল হোসেন।

আলোচনা সভা শেষে শহরের হাসান আলী মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা। এর আগে বিএনপি নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।



 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম