Logo
Logo
×

সারাদেশ

দোহারে প্রধান শিক্ষককে বহিষ্কার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

দোহারে প্রধান শিক্ষককে বহিষ্কার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ায় বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বহিষ্কার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্প্রতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ঘুস বাণিজ্য ও অসদাচরণেরও অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। 

দীর্ঘদিন যাবত স্কুলে অনুপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক কুলছুম বেগম। দীর্ঘদিন ধরে কুলসুম বেগমের বিরুদ্ধে নিজের নিয়োগসহ, বিসিবি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের শ্যালিকা পরিচয়ে প্রভাব বিস্তার ও স্বেচ্ছাচারিতা, ১২ জন আত্মীয় স্বজনের নিয়োগ, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুস বাণিজ্য, অসদাচরণ ও বোর্ড পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের অভিযোগে এবং স্কুল থেকে স্থায়ী অপসারণের দাবিতে বৃহস্পতিবার আন্দোলন করেছে হাজারও শিক্ষার্থী। 

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষক কুলছুম বেগম বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তার স্থায়ী অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে তৎকালীন (ইউএনও) মো. জাকির হোসেন, কুলছুম বেগমের অনুপস্থিতিতে তার সঙ্গে ব্যক্তি ও ফোনের মাধ্যমে যোগাযোগ করেও ব্যর্থ হলে, স্বাক্ষরিত এক পত্রে গত ২৫.০৮.২০২৪ তারিখে তার পরিবর্তে, সহকারী শিক্ষক নাদিরা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির ক্ষমতার বলে (ইএনও) এই দ্বায়িত্ব অর্পণ করেন। বিগত প্রায় ৩ মাস ধরে কুলছুম বেগম প্রতিষ্ঠানে আসেননি। গণঅভ্যুত্থানে উৎখাত বিগত আওয়ামী সরকারের এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও স্থানীয় সাবেক এমপি সালমান এফ রহমানের ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন সময়ে প্রভাব বিস্তার ও অনিয়মতান্ত্রিক কাজ করায় এবং একাডেমিক কাজে মনোনিবেশ না করায় অপসারণ দাবিতে এ আন্দোলন আরো তীব্র হয়েছে।

এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে চলাকালীন বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে তিনি আন্দোলন থেকে শিক্ষার্থীদের নিবৃত্ত করতে চেষ্টা করেছেন এবং আন্দোলনকারীদের নিয়ে ক্লাসে কটূক্তির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 

এ আন্দোলনের শীর্ষ পর্যায়ের অন্যতম নেতৃত্বেদানকারী শীর্ষ উচ্চ মাধ্যমিক শ্রেণির মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার বলেন, আমরা চাই এমন স্কুল যেখানে থাকবে না কোনো দুর্নীতি  ও অনিয়ম। আমরা নতুন বাংলাদেশ গড়তে একজন দক্ষ, রুচিশীল, স্নেহপ্রবণ এবং মার্জিত প্রধান শিক্ষিকা চাই।

তিনি আরও অভিযোগ করে বলেন, কুলছুম বেগমের হুমকিতে আমরা কিছু শিক্ষার্থী পরিবারসহ নিরাপত্তাহীনতায় আছি। আমরা ফ্যাসিবাদের দোসর এবং নিজে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ কুলছুম বেগমের স্থায়ী অপসারণ চাই। এ সময় আন্দোলনকারীরা স্কুলের সামনের প্রধান সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম