ছাত্রদল নেত্রীকে নির্যাতন চালায় ববি ছাত্রলীগ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছেন ছাত্রদল নেত্রী জান্নাতুল নওরীন ঊর্মি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী শাসনামলে এই নির্যাতন হয়েছে বলে তিনি দাবি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করা হয়। নির্যাতনের পর ববি ছাত্রদলের নেতাকর্মীরা সহযোগিতা না করে সম্প্রতি তার (ঊর্মি) বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ঊর্মি।
ভুক্তভোগী ঊর্মি ববি গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে ঊর্মি বলেন, ২০২০ সালের ১ মার্চ ববি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আলীম সালেহীন, আরিফুল ইসলাম, আবদুল্লাহ ফিরোজ, হাফিজ ও আসাদুজ্জামান আসাদ আমার ওপর হামলা চালায়। হামলার সময় তারা জ্যামিতি বক্সের কাটা কম্পাস দিয়ে আমার বুক ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আওয়ামী লীগের শাসনামলে এ ঘটনার বিচার চেয়েও পাইনি। এমনকি নিয়মিত পড়াশুনাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগ থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি। তৎকালীন ববির ছাত্রদলের সভাপতি রেজা ও সাধারণ সম্পাদক হাসিব আমার পক্ষে কোনো ভূমিকা নেয়নি।
ঊর্মি বলেন, এরই মধ্যে বুধবার আমার বিরুদ্ধে ববি উপাচার্য বরাবর শতাধিক শিক্ষার্থীর গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাতে আমার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) সন্ত্রাসী কর্মীদের নিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগ করা হয়েছে। অথচ আমি ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্যাতিত ও জীবন থেকে লেখাপড়া বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছি। পরে জানতে পেরেছি ববি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে গণস্বাক্ষর নেওয়া হয়েছে।