ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
টাঙ্গাইলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।
তিনি বর্তমান ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। এ ছাড়া ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন।
শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের তার নিজ বাড়ি থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য টাঙ্গাইল থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন। পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আলমগীর সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।