Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজির মামলায় রৌমারীতে আ.লীগ নেতা গ্রেফতার

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০২:২৪ এএম

চাঁদাবাজির মামলায় রৌমারীতে আ.লীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ

চাঁদাবাজির মামলায় আব্দুল্লাহ (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া আব্দুল্লাহ যাদুরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চাঁদাবাজির মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেনের নির্দেশে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের মারপিট করে জখম করেন। 

এছাড়া শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা দাবি করেন। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে আব্দুল ওহাব মণ্ডল নামের এক শিক্ষক বাদী হয়ে রৌমারী থানায় সাবেক প্রতিমন্ত্রী জাকিরকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ওসি মামুনুর রশীদ বলেন, গ্রেফতার হওয়া আব্দুল্লাহকে আগামীকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম