আ.লীগ নেতাকে আটক করতে গিয়ে জনতার বাধা, ফিরে এলো র্যাব
শেরপুর উত্তর প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ এএম
শেরপুরে বৈষম্যবিরাধী আন্দোলনে ছাত্রহত্যা মামলার আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজিরখামার ইউনিয়নের চেয়ারম্যান আওলাদুল ইসলাম। তাকে বুধবার দুপুরে আটক করতে যায় র্যাব ১৪ এর একটি দল।
এ সময় গাজিরখামার ইউনিয়ন পরিষদ এলাকার প্রায় হাজারখানেক জনতা চেয়ারম্যান আওলাদুল ইসলামকে আটক করতে বাধা দেন। র্যাবের হাতে আটকের সময় এলাকার হাজারখানেক জনতার এমন আচরণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব ফিরে আসে।
এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, আসামিকে ধরতে গেলে এলাকার অনেক মানুষ বাধা দিলে তাৎক্ষণিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব ফিরে আসে। তবে যেহেতু সে হত্যা মামলার আসামি তাকে যেকোনো সময় আটক করা হবে।