Logo
Logo
×

সারাদেশ

রংপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা লেবু গ্রেফতার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:২২ এএম

রংপুরে হত্যা মামলায় আ.লীগ নেতা লেবু গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গংগাচড়া থানার ওসি মোহাম্মদ আল এমরান জানান, তাকে গ্রেফতারের পর মহানগর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চেয়ারম্যান লেবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিটি বাজারে এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪নং আসামি।

জানা গেছে, আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শুক্রবার বিকেলে সিটি বাজার কাঁচামাল আড়তে সবজি কিনতে আসেন সাজ্জাদ। এ সময় বাজারের সামনে ছাত্র জনতার আন্দোলন শুরু হয়। এসময় আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে এলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আসামি করা হয়েছে তার বোন শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম