জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির পোয়া
যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
পটুয়াখালীর কুয়াকাটায় মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের এক সামুদ্রিক পোয়া মাছ। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার রাতে জালে আটকা পড়ে মাছটি। মাছটি ১০ হাজার ৫শ টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, জেলে ইলিয়াস মাঝি কুয়াকাটার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি সাধারণত ইঞ্জিনচালিত ছোট নৌকা দিয়ে সাগরে জাল ফেলে লাক্কা, কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে এই পোয়া মাছটি পাওয়ার পর কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী মৎস্য আড়তে এনে নিলামে তোলেন। এ সময় আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে মো. ইলিয়াস মাঝি জানান, মাছ ধরা নিষেধাজ্ঞার ২২ দিন অপেক্ষার পর সাগরে গিয়ে জাল ফেলে এই পোয়া মাছটিসহ বেশকিছু লাক্কা মাছ তিনি শিকার করেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছটির নাম লম্বু পোয়া। বছরে দুবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাস, পোয়া, কোড়ালসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।