Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীনকে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।

তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। 

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ হস্তান্তর করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম