রামগতিতে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
ব্যাটারিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মীপুরের রামগতিতে মারুফ ভুইয়া (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
নিহত মারুফ চরপোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাজীগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী জামাল উদ্দিন ভুইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলযোগে হাজীগঞ্জ বাজার থেকে আলেকজান্ডার যাওয়ার পথে রামগতি-সোনাপুর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের দক্ষিণে ফরাজী মসজিদের সামনে বিপরীত দিক হতে আসা অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন মারুফ। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী নেতা ও শিক্ষক মাকসুদুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সে নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।