Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের ৪ ঘণ্টা পর নদীতে মিলল ইন্দোনেশীয় নাগরিকের লাশ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:২১ পিএম

নিখোঁজের ৪ ঘণ্টা পর নদীতে মিলল ইন্দোনেশীয় নাগরিকের লাশ

প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমানের (৪৮) নামে এক ইন্দোনেশীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। প্রাথমিকভাবে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালালেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা সাড়ে ১১টায় নদী থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত ইন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান তাবলিগ জামায়াতের সঙ্গে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

স্থানীয়রা জানান, সকালে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে হঠাৎ বিদেশি নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তাবলিগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। আমাদের উর্ধ্বতন কতৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম