জগন্নাথপুরে সৌদি প্রবাসী সোহান হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, সুনামগঞ্জ
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:১৬ এএম
সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র্যাব)।
গ্রেফতারকৃত আসামির নাম হাবিবুর রহমান। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের লিলফর মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারি পুলিশ সুপার) মো: মশিউর রহমান সোহেল এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।
র্যাবের মিডিয়া অফিসার আরো জানান, র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় আত্মগোপনে থাকা সোহান হত্যা মামলার প্রধান আসামি হাবিবুরকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত,গত ২৮ অক্টোবর সন্ধ্যায় একদল সংঘবদ্ধ মাদকসেবী সুনামগঞ্জের জগন্নাথপুরের ইনাতগঞ্জ বাজারে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোহানসহ আরো একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে গত ২ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।