কুমিল্লায় সাংবাদিকসহ ২০ বাড়িতে মাদক কারবারিদের হামলা-গুলি
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম
কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় মাদক কারবারিরা হামলা চালিয়ে সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বাড়ি ভাঙচুর করেছে। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, নগরীর কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে দেদার মাদক ব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা দলবদ্ধ হয়ে মঙ্গলবার রাতে ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।
হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০টি বাড়িতে হামলা ভাঙচুর করে।
এ সময় তোফায়েল আহমেদের ছেলে কলেজছাত্র রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে এলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এ হামলার বিচার দাবি করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।