দিনদুপুরে বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম
পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠিতে প্রকাশ্যে দিনদুপুরে শেফালী বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরের কোনো এক সময় ওই ঘটনা ঘটেছে বলে বৃদ্ধার ছেলে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
নিহত শেফালী বেগমের পুত্র স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক জানান, তার শিক্ষিকা স্ত্রী ও ছোট ভাই শিক্ষকতার পেশায় প্রতিদিনের মতো সকালে নিজ কর্মস্থলে চলে যায়। ঘটনার সময় তাদের মা শেফালী বেগম ভবনের দোতলায় একাই ছিলেন।
এনামুল হক জানান, দুপুরে তার ছেলে তাহজিদ মাদ্রাসা থেকে বাসায় ফিরে দাদিকে রশি দিয়ে গলা ও হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। এ অবস্থা দেখে সে ডাক চিৎকার দিলে লোকজন এসে শেফালী বেগমকে পার্শ্ববর্তী জাহানারা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনামুলের দাবি, বাসার আলমিরা শোকেস ভেঙে দুর্বৃত্তরা নগদ এক লাখ টাকা, ৬-৭ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।