যৌন হয়রানির অপবাদ সইতে না পেরে শিক্ষকের আত্মহত্যা
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:২২ পিএম
যৌন হয়রানির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষক আÍহত্যা করেছেন। সোমবার রাতে টাঙ্গাইলের সখীপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামে এ ঘটনা ঘটে। নিজ বাড়ির রান্নাঘরে গলায় ফাঁস দেন ওই শিক্ষক। তার নাম নূরুল ইসলাম (৬০)। তিনি দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, নূরুল ইসলাম ২৬ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এনে ২৭ আগস্ট স্কুল আঙ্গিনায় মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা অফিসারের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলমান ছিল।
নুরুল ইসলামের মেয়ে জানান, সরকার পতনের সুযোগ নিয়ে কিছু ষড়যন্ত্রকারী তার বাবাকে চাকরিচ্যুত করতে যৌন হয়রানির মতো স্পর্শকাতর অপবাদ দেয়। তার বাবার কাছে মোটা অঙ্কের চাঁদাও চাওয়া হয়েছিল।
এলাকাবাসী জানান, নূরুল ইসলাম একজন ভালোমানের শিক্ষক ছিলেন। তিনি সহজ-সরল মানুষ। সাদামাটা জীবনযাপন করতেন। শিক্ষক হিসাবে তার সুনাম রয়েছে। মিথ্যা অপবাদ সইতে না পেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা ইব্রাহিম খলিল বলেন, নূরুল ইসলামের আত্মহননের প্ররোচনার নেপথ্যে যারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।