শিক্ষকের দম্ভোক্তি, আমার সঙ্গে খারাপ আচরণ করলে ‘এই’ পরিণতি হয়
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম
রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেনে ঢাকা যাচ্ছিলেন জনৈক এক নারী ও তার কন্যা। এছাড়া ফরিদপুর রেলস্টেশন থেকে জাকির মোল্লা নামে এক শিক্ষক ও তার স্ত্রী ঢাকায় যাচ্ছিলেন। জাকির মোল্লা সিট না পেয়ে এক নারীকে একটু চেপে বসে তার স্ত্রীকে বসতে দেওয়ার অনুরোধ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে জাকির মোল্লার বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকের ডেকে আনা বহিরাগতদের হামলায় ২ নারীসহ ট্রেনের ১০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে। ওই শিক্ষক দম্ভোক্তি করে বলেন- আমার সঙ্গে খারাপ আচরণ করলে এই পরিণতি হয়।
এ বিষয় ট্রেনের যাত্রী রাসেল মিয়াসহ কয়েকজন বলেন, এক নারী তার মেয়েকে নিয়ে টিকিট কেটে সিটে বসে ঢাকায় যাচ্ছিলেন। তখন জাকির নামের এক শিক্ষক ওই মহিলাকে চেপে বসতে বলেন। চেপে না বসায় ওই নারীকে মারধর করেন। আমরা যাত্রীরা বলেছি ভাই মহিলা আপনার অনুরোধ না রাখলে আপনি তাকে মারতে পারেন না। এ কথা বলার পর আমাদের ওপর চড়াও হয় জাকির মোল্লা নামের শিক্ষক। উত্তেজিত যাত্রীরা ক্ষেপে গেলে তখন জাকির মোল্লা ফোন করে বিল্লাল ও রানাসহ তার আত্মীয়-স্বজনকে পুখুরিয়া স্টেশনে জড়ো করেন। ট্রেনটি থামামাত্রই ওই নারী ও যাত্রীদের স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন। সাধারণ যাত্রীরা ফেরাতে গেলে তাদেরও মারধর করেন।
যাত্রীরা আরও অভিযোগ করেন, ট্রেন কর্তৃপক্ষ ও রেল পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছেন। পরে পুলিশ জাকির মোল্লাকে আটক করেও ছেড়ে দিয়েছে। তখন যাত্রীদের রোষানলে পড়লে পুলিশ কেটে পড়ে। ভাঙ্গা স্টেশনে ট্রেনটি থামার পর ওই নারী পুলিশের বিরুদ্ধে নীরব ভূমিকার অভিযোগ তুলে ধরেন। তখন ওই পুলিশ সদস্য সটকে পড়েন। এ সময় যাত্রীরা ট্রেনের নিরাপত্তা বাড়ানোর জোর দাবি জানান।
এ ব্যাপারে জাকির মোল্লা জানান, ট্রেনের সিটে বসা এক নারীকে একটু চেপে বসে আমার স্ত্রীকে বসতে দিতে অনুরোধ করি। তিনি বলেন- আমি টিকিট কেটে এসেছি, আমি চেপে বসব কেন। এই নিয়ে তার সঙ্গে আমাদের বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়েছে। সে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই আত্মীয়-স্বজনরা শুনে হামলা করেছে।
তিনি দম্ভোক্তি করে বলেন, পুখুরিয়ায় আমার বহু আত্মীয়-স্বজন রয়েছেন। তারা এলাকার লাঠিয়াল বাহিনী। আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে তাদের এই পরিণতি হয়।
এ ব্যাপারে ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী জানান, শুনেছি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলস্টেশনে একটা মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।