খুলনার আলোচিত এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সদর থানার সাবেক ওসি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এসএম কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।
সোমবার দুদকের খুলনার সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (ডিডি) আব্দুল ওয়াদুদ।
মামলার এজাহারে বলা হয়, বাগেরহাটের রামপাল থানার শিবনগর গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে কামরুজ্জামান ঢাকা দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদবিবরণীতে ১৯ লাখ ৬০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখল করেন।
দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ১৪৯ টাকার স্থাবর এবং ১ কোটি ২ লাখ ৪৯ হাজার ৬৯৭ টাকার অস্থাবর সম্পদসহ ২ কোটি ৯০ লাখ ২১ হাজার ৮৪৬ টাকার সম্পদ প্রদর্শন করেন। কিন্তু অনুসন্ধানকালে তার নামে ২ কোটি ৭ লাখ ১২ হাজার ১৪৯ টাকার স্থাবর এবং ১ কোটি ২ লাখ ৬৯ হাজার ৬৯৭ টাকার অস্থাবরসহ ৩ কোটি ৯ লাখ ৮১ হাজার ৮৪৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায়। চাকরি করার সময় ক্ষমতার অপব্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে কামরুজ্জামান সম্পদ অর্জন করেছেন।