Logo
Logo
×

সারাদেশ

বৃদ্ধকে মারধর, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী কারাগারে

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম

বৃদ্ধকে মারধর, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী কারাগারে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে মারধরের ঘটনায় জামিন চাইতে কারাগারে প্রেরণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে।

ওই কর্মীর নাম এরফান হোসেন (২৬)। তার পিতার নাম এলোয়ার হোসেন। তিনি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা। 

সোমবার চট্টগ্রাম আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭টার সময় উপজেলার বরুমছড়া এলাকায় সম্পত্তি বিরোধ ও পূর্বশত্রুতার জেরে  হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নারী বৃদ্ধসহ একাধিক মানুষ আহত হন। পরে বৃদ্ধ আব্দুল মান্নান ৩ জনকে আসামি করে ২৪ অক্টোবর রাতে থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বরুমছড়া এলাকার এলোয়ার হোসেনের ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এরফান হোসেন (২৬), এলোয়ার হোসেন (৫০) ও কুলসুমা খাতুন (৪০)।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী বেলায়েত হোসেন, এরফান হোসেনের বিরুদ্ধে অতীতে ভূমিদস্যু চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি আদালতকে অবহিত করেছি। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম