Logo
Logo
×

সারাদেশ

কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি মাসুদ গ্রেফতার

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি মাসুদ গ্রেফতার

কাদের মির্জার ঘনিষ্ঠ নোয়াখালীর কোম্পানীগঞ্জের সন্ত্রাসী আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তবারক আলী ভূঁইয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদ (৩১) ওই বাড়ির মো. আবুল কাশেম ওরফে আবুল খায়েরের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, মাদক ও পুলিশের ওপর আক্রমণসহ ২১টি মামলা রয়েছে।

২০২১ সালের ১৩ মে বিকালে পিচ্চি মাসুদ ও কেচ্ছা রাসেলের নেতৃত্বে মেয়র কাদের মির্জার প্রতিপক্ষের কয়েক নেতার ওপর অস্ত্র হাতে গুলি করার ভিডিও ভাইরাল হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম পিচ্চি মাসুদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০১৩ সালে চার জামায়াত-শিবির কর্মী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে সোমবার রাতে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম