Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে কৃষক লীগ নেতা কারাগারে

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

চট্টগ্রামে কৃষক লীগ নেতা কারাগারে

চট্টগ্রামে কৃষক লীগ নেতা আবদুস সালামকে (৪৫) কারাগারে পাঠিয়েছেন আদালতে। সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ আদেশ দেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান।

আবদুস সালাম হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

রোববার রাতে হাটহাজারীতে পৌরসভা থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশের একটি টিম।

আদালত সূত্র জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় হাটহাজারী থানায় তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। ওই দুই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালতে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। তবে রিমান্ড শুনানি হয়নি।

আবদুস সালাম উপজেলার মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক। গত ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে লোকজনকে মারধর, মিথ্যা মামলা দায়ের, জোরপূর্বক মানুষের জায়গা-জমি দখল ও দুর্নীতিসহ নানা অভিযোগ এনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তার শাস্তির দাবিতে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন বলে জানা গেছে।

হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান যুগান্তরকে জানান, কৃষক লীগ নেতা আবদুস সালামকে দুই মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সোমবার রিমান্ড শুনানি হয়নি। তাকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম