Logo
Logo
×

সারাদেশ

পীরগাছায় ৯ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

পীরগাছায় ৯ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি

রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা ৯ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করেন।

তবে কল্যাণী ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবের নাম প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে ওই ইউনিয়নে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা ও সদস্য সচিব মতিয়ার রহমান খন্দকার।

পারুল বিএনপির আহবায়ক হচ্ছেন আবু সালেহ আহমেদ বাবলু, সদস্য সচিব আব্দুল মতিন মিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম।

ইটাকুমারীর আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব গোলাপ হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মাসুদ রানা।

অন্নদানগরের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আব্দুর রশিদ সরকার ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।

ছাওলার আহবায়ক আব্দুল বারী জুলফিকার, সদস্য সচিব মোকারুল ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক শাহ নুরে আলম সিদ্দিকী।

তাম্বুলপুরের আহবায়ক আলমগীর কবির, সদস্য সচিব খলিলুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল করিম সরকার।

পীরগাছার আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মুকুল মিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবু ইউসুফ চন্দন।

কৈকুড়ীর আহবায়ক হারুন অর রশিদ বাবুল, সদস্য সচিব মুনসুর আলী সরকার ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক রায়হান আলী রনজু।

কান্দির আহবায়ক শাহাবুদ্দীন মৃধা, সদস্য সচিব শাহিন মিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।

আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করতে হবে বলে তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম