Logo
Logo
×

সারাদেশ

বাস উলটে খাদে, ১৮ ঘণ্টা পর হেলপারের লাশ উদ্ধার

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

বাস উলটে খাদে, ১৮ ঘণ্টা পর হেলপারের লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহণ নামের যাত্রীবাহী একটি বাস উলটে খাদে পড়ে ১০-১৫ জন যাত্রী আহত হন। বাস উলটে খাদে পড়ে থাকার ১৮ ঘণ্টা পর সবুজ নামের বাস হেলপারের মরদেহ সোমবার দুপুরে উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোভাবে রাস্তার পাশে খাদে পড়ে। এ ঘটনায় বাসে থাকা ১০-১৫ জন যাত্রী আহত হন। ওই রাতে বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি কর্মী দল বাসটিকে উদ্ধার করার সময় একজনের মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বাসের নিচে পড়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো মেলেনি। তবে ধারণা করছি, মরদেহটি সম্ভবত বাসের হেলপারের। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম