চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও জালিয়াতির অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি- ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চাঁপাইনবাবগঞ্জ জেলার মালিকদের বাস সড়কে চলাচল করতে দিচ্ছে না।
তারা কাউন্টার দখল ও রশিদ জালিয়াতির মাধ্যমে বিগত ৫ দিন যাবত শুধুমাত্র রাজশাহী জেলার পরিবহণ মালিকদের বাস চলাচল করাচ্ছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবহণ শ্রমিক এবং মালিকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংকটে পড়েছে পাঁচ শতাধিক মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
এছাড়া ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজির অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
সোমবার দুপুর সাড়ে ১২টার সময় পৌর এলাকার হরিপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাতসহ অন্যান্য নেতারা।
এ সময় তারা এসব অরাজকতার বিরুদ্ধে প্রশাসনের অসহযোগিতার কথাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
বক্তারা বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না। বরং তারা প্রতি পদে পদে দুর্নীতি, হামলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। এসব বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন মোটর শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট উপ-কমিটির আহবায়ক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সানাউল্লাহ সানু প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, চাঁদাবাজির বিষয়টি তারাই ভালো বলতে পারবেন।
বাস চলাচলের বিষয়ে তিনি বলেন, তাদের জনবল থাকলে তারা তারা চালাবে, আমাদের ড্রাইভার তারা নেবে কেন? আমরা তাদের কোনো বাধা প্রদান করিনি, তাদের যোগ্যতা থাকলে তারা চালাবে। রশিদ জালিয়াতির বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।