Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে আড়াই মাস পর শাহাদাতের লাশ উত্তোলন

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১৪ এএম

ধামরাইয়ে আড়াই মাস পর শাহাদাতের লাশ উত্তোলন

ঢাকার ধামরাইয়ে দীর্ঘ আড়াই মাস পর রোববার কবর থেকে তোলা হয়েছে অপহরণের পর খুন হওয়া ধানতারা হাট ইজারাদার মোহাম্মদ শাহাদাত হোসেনের লাশ। 

ময়নাতদন্ত না হওয়ায় খুনের প্রকৃত রহস্য অনুদঘাটিত থাকায় হত্যা মামলাটি গতিহীন হয়ে পড়েছে। এ কারণে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত বৈদ্য এবং ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে সকাল ১১টায় লাশ উত্তোলন করা হয়। এ সময় শাহাদাত হোসেনের স্ত্রী-সন্তান ও ভাই বোন কান্নায় ভেঙে পড়েন। 

এ বছরের ১৭ আগস্ট  রাত ৭টা পর্যন্ত ওই ইজারাদারের সঙ্গে পরিবারের লোকজনের মোবাইল ফোনে যোগাযোগ সচল ছিল। এরপর থেকে ওই ইজারাদারের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।

পরদিন ১৮ আগস্ট সকাল ৭টার দিকে পথচারীরা তার লাশ দেখতে পান মির্জাপুরের তালেবপুর এলাকার একটি রাস্তার পাশে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম