Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলন নিহত আমিরের লাশ ১০৭ দিন পর উত্তোলন

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

ছাত্র আন্দোলন নিহত আমিরের লাশ ১০৭ দিন পর উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই নিহত তালতলীর আমির হোসেনের লাশ ১০৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

রোববার উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার পারিবারিক কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

জানা গেছে, গত ১৯ জুলাই শুক্রবার জুমা নামাজ পড়ে বাসায় ফেরার পথে ঢাকার রামপুরার একরামুন নেছা ডিগ্রি কলেজ এলাকার গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আমির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হলে ওইদিন রাতেই তার লাশ তালতলীর মৌপাড়া গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এ ঘটনায় নিহত আমিরের স্ত্রী আননী বেগম ৪ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। পরবর্তিতে আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম লাশ উত্তোলন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম