সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন প্রাণিসম্পদ অফিসার
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:৪১ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ অফিসার ডা. মো.সাজেদুল ইসলামের সরকারি গাড়িটি ব্যবহৃত হচ্ছে তার ব্যক্তিগত কাজে।
এতে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ও খামার পরিদর্শনসহ দৈনন্দিন সরকারি কাজ ব্যাহত হচ্ছে। এ নিয়ে অফিস ও ফিল্ড স্টাফদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাজেদুল ইসলাম ২৪ সেপ্টেম্বর সিংগাইরে যোগদান করেন। পরিবার নিয়ে বসবাস করেন সাভারে। সেখান থেকে প্রতিদিন অফিস করেন সিংগাইরে।
সংশ্লিষ্ট সূত্রমতে, লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের (এলডিডিপি) সরকারি ডাবল কেবিন পিকআপটি উপজেলায় খামার পরিদর্শন ও মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের জন্য বরাদ্দ দেওয়া হয়। গাড়িটি রাখার জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে অফিস কম্পাউন্ডে তৈরি করা হয়েছে গ্যারেজ।
বিধি মোতাবেক অফিসের গাড়ি কর্ম এলাকার বাইরে নেওয়ার নিয়ম না থাকলেও ডা. সাজেদুল গাড়িটি তার সাভারের বাসার গ্যারেজে নিয়ে রাখেন। সেখান থেকে তিনি সিংগাইরে অফিস করেন এবং ব্যক্তিগত ও পারিবারিক কাজে সাভার ও ঢাকায় যাতায়াতে গাড়িটি ব্যবহার করে থাকেন।
সূত্র আরও জানায়, বাজার-ঘাট থেকে শুরু করে সন্তানকে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নেওয়া-আনাসহ তার পারিবারিক আচার অনুষ্ঠানেও গাড়িটি ব্যবহৃত হয়। স্বাচ্ছন্দ্যে গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়িটির সামনে সাঁটানো মনোগ্রামযুক্ত সরকারি স্টিকারটিও তুলে ফেলা হয়েছে।
এদিকে, গাড়ির ড্রাইভার মো.মনিরুল ইসলাম সিংগাইর থেকে সকালে বাসে সাভার গিয়ে ডা. সাজেদুল ইসলামকে নিয়ে আসেন। অফিস শেষে তাকে আবার সাভারের বাসায় পৌঁছে দিয়ে গ্যারেজে গাড়ি রেখে চলে আসেন। এ নিয়ে শুরু হয়েছে কানাঘুষা।