ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, তাদের সংগঠন ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং থাকবে।
রোববার বাদ আসর পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সংগঠনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল আরও বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠন বিশেষ ভ‚মিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ কর্মী শাহাদাতবরণ করেছেন এবং ৭ শতাধিক কর্মী আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান। আরও বত্তৃদ্ধতা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মুহাম্মাদ নজরুল আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ প্রমুখ।