Logo
Logo
×

সারাদেশ

নুরের ওপর হামলার ঘটনায় কারাগারে সাবেক মেয়র মুক্তি

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

নুরের ওপর হামলার ঘটনায় কারাগারে সাবেক মেয়র মুক্তি

টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি

টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার মামলায় রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় হাজিরা দিতে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসেন মুক্তি। হাজিরা দিয়ে ফেরার পথে বিকালে আদালত এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে শুক্রবার বিকালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা রোববার রিমান্ড আবেদনে শুনানির দিন ধার্য করেন। তবে হামলার দিন মুক্তি আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় কারাগারে ছিলেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক মিজানুর রহমান বলেন, আদেশের পর সহিদুর রহমান খান মুক্তিকে কারাগারে পাঠানো হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ২০২১ সালের ১৭ নভেম্বর নুরুল হক নুর টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানাতে যান। এ সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম