সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামের দুইটি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ী রেলস্টেশন এলাকায় অবস্থান নেন ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী। এরপর রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস দুইটি ট্রেন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় এলে নেতাকর্মীদের অবরোধের কবলে পড়ে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১০ মিনিটে এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টায় স্টেশনে পৌঁছায়। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি অবরোধের কারণে ৩৫ মিনিট এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ২০ মিনিট স্টেশনে আটকে থাকলে তখন রাজবাড়ী ছাত্রদলের নেতাকর্মীরা এসে ট্রেনটি অবরোধ করেন। তাদের দাবি ছিল সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামের দুইটি ট্রেনেরই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করতে হবে।
ট্রেন দুইটি অবরোধের নেতৃত্ব দেন- রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান। তিনি বলেন, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুইটি এই রুটে লাভজনক ট্রেন। হাজার হাজার মানুষ এই ট্রেনে করে স্বল্প খরচে যাতায়াত করেন। হঠাৎ শোনা যাচ্ছে এই রুট থেকে দুইটি ট্রেনই তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পরিকল্পনা চলছে। এ পরিকল্পনা বাতিলের দাবিতে আমরা ট্রেন অবরোধ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার শর্তে আমরা অবরোধ তুলে নিয়েছি।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আব্দুর রহমান চৌধুরী যুগান্তরকে বলেন, সকালে কয়েকশ মানুষ রেলওয়ে স্টেশনে এসে সুন্দরবন এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেন দুইটি অবরোধ করেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তবে রুট পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে আমরা এখনো কোনো চিঠি পাইনি।