সাবেক মন্ত্রী ইমরানের বিরুদ্ধে ২৪ হাজার কোটি আত্মসাতের অভিযোগে মামলা
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, একই মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ ২৬ জনের নাম উল্লেখ করে ১০৩ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় মামলা হয়েছে। আফিয়া ওভারসিজ নামের প্রতিষ্ঠানের প্রোপ্রাইটার আলতাফ খান নামের এক ভুক্তভোগী এ মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। রাজধানীর পল্টন থানার ওসি মোল্লা মো. খালেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য ইমরান আহমদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে জৈন্তাপুরের লিয়াকত আলীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। কামাল আহমদ কারাগারে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। সাবেক জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা এবং গোয়াইনঘাটের ফজলুল হকের মোবাইল ফোন খোলা পাওয়া গেলেও তারা কল রিসিভ করেননি।