টিকটক থেকে পারিবারিক কলহ, যে সিদ্ধান্ত নিলেন প্রবাসীর স্ত্রী
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
ফরিদগঞ্জে আসমা আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের রাঢ়ি বাড়ি থেকে রোববার সকালে তার স্বামীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাড়ির মালয়েশিয়া প্রবাসী মাসুমের স্ত্রী। তাদের আয়ান (১) বছর নামে এক শিশুসন্তান রয়েছে।
সরেজমিন জানা যায়, দুই বছর আগে মাসুমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আসমার। বিয়ের পর পরই স্বামী প্রবাসে পাড়ি জমায়। আসমা তার শ্বশুর ও শাশুড়ি ও দুই দেবরসহ একসঙ্গেই থাকতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আসক্ত হয়ে পড়েন আসমা। এ নিয়ে পারিববারিকভাবে কলহের সৃষ্টি হলেও তার পরিবারের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকে।
আসমার শাশুড়ি মাছুমা বেগম বলেন, প্রতিদিনের মতো আসমাসহ পরিবারের অন্যরা শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোররাতে আসমার শ্বশুর হানিফ রাঢ়ি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে আমগাছের সঙ্গে আসমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে আসমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নামিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসমার দেবর সাইমুন বলেন, ভাবি টিকটকে আসক্ত ছিলেন। এদিকে পরকীয়ায় জড়িয়ে পড়েছে বলে সন্দেহে পরিবারে অশান্তি দেখা দেয়। তাকে নিবৃত্ত করার চেষ্টার অংশ হিসেবে তার মোবাইল ফোন ভেঙে ফেলি। কিন্তু এ নিয়ে কোনো ঝগড়া হয়নি। কেন এ ঘটনা ঘটল তা বুঝতে পারছি না।
ফরিদগঞ্জ থানার এসআই ইসমাইল জানান, সংবাদ পেয়ে তারা আসমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠিয়েছেন।