Logo
Logo
×

সারাদেশ

৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম

৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। যার আনুমানিক মূল্য ৫৮ লাখ ৭১ হাজার টাকা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে শনিবার (২ নভেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। এরই অংশ হিসেবে গত তিনদিনে ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ মালামালের মধ্যে রয়েছে, হুইস্কি-১৯ বোতল, গাঁজা-২৫.৫ কেজি, ইয়াবা ট্যাবলেট ৯৫০ পিস, শাড়ি ১৯১ পিস, কসমেটিক্স সামগ্রী ৫৪৫৭ পিস, সোফার কাপড় ২৬০ গজ এবং মোবাইল ডিসপ্লে ৪৬০ পিস। এসব অবৈধ মাদক ও ভারতীয় পণ্যর আনুমানিক মূল্য ৫৮ লাখ ৭১ হাজার টাকা।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সার্বিকভাবে অব্যাহত রয়েছে।


Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম