Logo
Logo
×

সারাদেশ

নগরকান্দায় পেঁয়াজের আড়তে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

নগরকান্দায় পেঁয়াজের আড়তে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: যুগান্তর

ফরিদপুরের নগরকান্দায় পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর সদস্যরা। এ সময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (নগরকান্দা) মো. মাসুম বিল্লাহ উপজেলার পেঁয়াজের আড়তে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে আড়ত মালিক হেমায়েত ও মাহাবুব বিশ্বাসকে ৪ হাজার টাকা জরিমানা করেন। 

এছাড়া একই সময় জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ পেঁয়াজ আড়ত মালিক আশরাফ ঠাকুরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সে সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। 

কৃষক পর্যায়ে পাইকারি প্রতি কেজি পেঁয়াজ ১১৫ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার দর তদারকিতে আড়ত পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ান আনসারের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম