Logo
Logo
×

সারাদেশ

বিরামপুরে প্রশস্ত মহাসড়কে সরু রেলগেট, যানবাহন চলাচলে ভোগান্তি

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

বিরামপুরে প্রশস্ত মহাসড়কে সরু রেলগেট, যানবাহন চলাচলে ভোগান্তি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত আকারে নির্মিত হলেও বিরামপুর পৌর এলাকায় ঘোড়াঘাট রেল গেটটি অপেক্ষাকৃত সরু। একসাথে দুটি যানবাহন চলাচল করতে না পারায় উভয় পাশে প্রায় সময় লেগে থাকে যানজট।

জানা গেছে, বিরামপুর উপজেলার উপর দিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি রয়েছে। এই মহাসড়কে যানবাহনের অধিক চাপের কারণে কিছুদিন আগে মহাসড়কটি প্রশস্ত করা হয়েছে। কিন্তু বিরামপুর দক্ষিণ  (ঘোড়াঘাট) রেলগেটটি রাস্তার তুলনায় প্রশস্ত করা হয়নি। ফলে অপ্রশস্ত রেলগেট দিয়ে একাধিক যানবাহন পার হতে পারেনা। ট্রেন আসা-যাওয়ার পর গেট খুলে দিলে একে একে যানবাহন পার হতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ফলে যানজটে পড়ে চলাচলকারীরা।

রেলগেটের গেট কিপার আব্দুর রহমান জানান, ট্রেন চলে যাওয়ার পর ৩০ মিনিটের অধিক সময় ধরে যানজট থাকে। অনেক সময় দুই গাড়ি এক সঙ্গে রেলগেটে উঠে দুর্ঘটনায় পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী ও যাত্রীরা। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ঐ রেল গেটটি সরু হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। যানজটের কারণে গেটের উভয় পাশে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনছুরুল আজিজ তারেক জানান, রেল গেটটি প্রশস্ত করণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি আশ্বস্ত করেন, কিছুদিনের মধ্যেই রেলগেট প্রশস্ত করণের কাজ শুরু হবে। এতে চলাচলকারীদের ভোগান্তি লাঘব হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম