Logo
Logo
×

সারাদেশ

সিলেটের বিভিন্ন সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

সিলেটের বিভিন্ন সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

গোয়াইনঘাটসহ সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবির টহল দল ভারতীয় শাড়ি ৭৯৮ পিস, কাশ্মীরি শাল ১২১ পিস, থ্রি-পিস ৮১ পিস, কসমেটিক সামগ্রী ৪৫৬ পিস, মখমল সোফার কভার ২৫৪.৪০ মিটার এবং অবৈধভাবে পাথর তোলা দুটি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ২৮০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক করা চোরাচালানের মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম