Logo
Logo
×

সারাদেশ

মোকতাদিরের ফাঁসি চাইলেন নবীনগরের তৌহিদী নেতারা

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

মোকতাদিরের ফাঁসি চাইলেন নবীনগরের তৌহিদী নেতারা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তৌহিদী ছাত্র-জনতা।

শুক্রবার জুমার নামাজের পর নবীনগর থানাসংলগ্ন এসআর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।

পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ছাত্র আন্দোলনে ১৭ জনের মৃত্যুর জন্য উবায়দুল মোকতাদির চৌধুরীকে দায়ী করেন। তারা অভিযোগ করেন যে, আন্দোলন দমনের জন্য উবায়দুল মোকতাদিরের নির্দেশে ছাত্রদের উপর গুলিবর্ষণ হামলা করা হয়েছিল।

নবীনগর দাওয়াতুল হক পরিষদের সেক্রেটারি মাওলানা মাকবুল হোসাইন উবায়দুল মোকতাদিরকে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় কুলাঙ্গার বলে আখ্যায়িত করেন এবং তার গ্রেফতারে আনন্দিত হন বলে জানান। তিনি বলেন, আলেমবিদ্বেষী মোকতাদির চৌধুরী সরাসরি এ গণহত্যার সঙ্গে জড়িত। তিনি মোকতাদিরের মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।

এসআর জামে মসজিদের খতিম মুফতি বেলায়েতুল্লাহর সভাপতিত্বে এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি জুনায়েদ প্রমুখ বক্তব্য রাখেন। তৌহিদী ছাত্র-জনতার অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। পরে সব শহিদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাবেশটি শেষ হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম