‘শেখ মুজিবের চেয়ে হাসিনা বিশগুণ বেশি অপরাধ করেছে’
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে দেশের অধিকাংশ গণমাধ্যম বন্ধ ও রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার মাধ্যমে দুর্ভিক্ষ এনেছিল। আর শেখ হাসিনা টানা ১৫ বছরের শাসনামলে ‘জোর যার মুল্লুক তার’ নীতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণহত্যা সংঘটিত করেছে।
কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল বলেন, শেখ মুজিবের চেয়ে শেখ হাসিনা বিশগুণ অপরাধ বেশি করেছেন। বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ও দুঃশাসন ফিরিয়ে আনার জন্য তাদের প্রচারকৃত টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করেছেন। কোটি কোটি টাকা খরচ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পাঁয়তারা করছে।
শুক্রবার সকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর চকরিয়া উপজেলা আমির আবুল বশারের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, জামায়াতে ইসলামীকে কেউ স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে প্রমাণ করতে পারেনি, বরং উল্টো স্বৈরাচার হাসিনা ও তার দল আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। যে কারণে শেখ হাসিনাসহ তাদের অন্তত তিন শতাধিক এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তারা দেশের অধিকাংশ ব্যাংককে দেউলিয়া করেছে।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের নেতা জাহেদুল ইসলাম, হেদায়েত উল্লাহ, আক্তার আহমদ, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মুছা ইবনে হোসাইন বিপ্লব।
বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভার আমির আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালি, মাতামুহুরি সাংগঠনিক থানা আমির মাওলানা ফরিদুল আলম, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলীর চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান প্রমুখ।