Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু

ছবি: যুগান্তর

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে উঠতি আমন ধান খেতে খাবারের সন্ধানে তাণ্ডব চালাতে আসা একটি বন্যহাতি মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে চলে আসা বন্যহাতির তাণ্ডব উঠতি আমন ঘিরে আরও বেড়েছে। প্রতিনিয়ত দিনে ও রাতে অব্যাহত তাণ্ডবে স্থানীয় কৃষকরা ফসল বাঁচাতে খেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধান ক্ষেতে হানা দিতে আসে না।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সঙ্গে থাকা অন্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডব চালায় এবং মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। 

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেক খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতিটিকে হত্যা করা হয়েছে। এঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম