Logo
Logo
×

সারাদেশ

কাশিয়ানীতে স্কুল ভবন পরিত্যক্ত, গাছতলায় ক্লাস

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম

কাশিয়ানীতে স্কুল ভবন পরিত্যক্ত, গাছতলায় ক্লাস

ছবি: যুগান্তর

স্কুল ভবন পরিত্যক্ত ঘোষণা করায় গাছতলায় ক্লাস করছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

জানা গেছে, ১৯৯৭ সালে চারকক্ষ বিশিষ্ট স্কুল ভবনটি নির্মাণ করা হয়। অনেক পুরানো হওয়ায় ভবনের ছাদসহ দেয়ালের পলেস্তরা খসে পড়তে থাকে। এরই মধ্য দিয়ে চলে শিক্ষার্থীদের ক্লাস। এ বছর ভবনটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা ভবনটি ছেড়ে দিতে বলেন। এরপর গত তিন মাস ধরে গাছতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা। ক্লাসের উপযুক্ত পরিবেশ না থাকায় দিনদিন শিক্ষার্থী কমে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমান স্কুলটিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯১ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান চলছে। আর অন্য শ্রেণির ক্লাস পাশের একটি ছোট টিনের ঘরে করানো হচ্ছে।  

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লাকি সরকার এবং চন্দ্র বিশ্বাস বলেন, ‘রোদ-বৃষ্টিতে আমরা গাছ তলায় ক্লাস করছি। আমাদের অনেক কষ্ট হয়। দ্রুত আমাদের স্কুল ভবনটি নির্মাণের দাবি জানাচ্ছি।’

শিক্ষার্থীর অভিভাবক জীবন মৌলিক বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে গাছতলায় অনেক কষ্টে ক্লাস করে। বৃষ্টি হলে স্কুলে পাঠাই না। দ্রুত ভবনটি নির্মাণ করা হলে তাদের দুর্ভোগ লাঘব হতো।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লী বিশ্বাস বলেন, ‘ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে গত তিন মাস ধরে শিক্ষার্থীদের গাছতলায় ক্লাস করাতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হলেও এখনো কাজ শুরু করেনি ঠিকাদার। এতে আমাদের বেশ সমস্যা হচ্ছে।’

কাশিয়ানী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা বলেন, ‘ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য গত সেপ্টেম্বর মাসে টেন্ডারও হয়েছে। শিগগিরই নতুন ভবন নির্মাণ কাজ শুরু করবে ঠিকাদার।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম