Logo
Logo
×

সারাদেশ

দামুড়হুদায় দুগ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম

দামুড়হুদায় দুগ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ওয়ার্ড বিএনপি নেতা সুলতান আহমেদের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

নিহত সুলতান দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের খলিশা গ্রামের মৃত আফসার আলীর ছেলে ও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (গচিয়ারপাড়া) বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। 

গত ২৩ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার ফকিরপাড়া মোড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। 

এ মামলার এজাহারভুক্ত আসামি সোহরাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সোহরাব হোসেন পার্শ্ববর্তী গচিয়ারপাড়া গ্রামের ভরসা আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর দামুড়হুদা উপজেলার খলিশাপাড়া-গচিয়ারপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৫-৬ জন রক্তাক্ত জখম হন। এরমধ্যে বিএনপি নেতা সুলতান আহমেদ (৪৫) গুরুতর জখম হন। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনার ৭ দিনের মাথায় বুধবার রাত ৯টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

সংঘর্ষের পাঁচদিন পর ২৮ অক্টোবর সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে পাঁচজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। থানা পুলিশ বুধবার বিকালে এজাহারনামীয় আসামি সোহরাবকে গ্রেফতার করে। 

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম