জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পিএম
![জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/31/Jamalpur-6723a2d46716a.jpeg)
জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় আসামি আহসান হাবিবকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মোহাম্মদ এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে আহসান হাবিবের সঙ্গে দেওয়ানগঞ্জের চিকাজানী গ্রামের মো. এনু শেখের মেয়ে তিথী বেগমের বিবাহ হয়। তাদের সংসারে মো. মাহিন নামে দেড় বছরের ছেলে শিশু আছে। ১ লাখ টাকা যৌতুক না পেয়ে ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবিব তার স্ত্রী তিথিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
এ ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন আহসান হাবিব। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন বিচারক।