রাতে স্ত্রীকে পাশের ঘরে রেখে ঘুম, সকালে মিলল বৃদ্ধের ঝুলন্ত লাশ
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২১ পিএম
শরীয়তপুরের গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে সিরাজ মিয়া (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার রাতে স্ত্রীকে পাশের ঘরে রেখে ঘুমাতে যান ওই বৃদ্ধ। সকালে ঘর থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বিনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজ ওই গ্রামের মৃত ডেঙ্গর মৌশালের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, সিরাজ মিয়া পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ঋণের কারণে মাসখানেক আগে ভ্যান গাড়ি বিক্রি করে দেন। তাই এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছিলেন। রোজগার না থাকা এবং নতুন ভ্যান ক্রয় করতে টাকা না পেরে দিশেহারা হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিবার থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাতের খাবার খেয়ে স্ত্রীকে পাশের ঘরে রেখে। ঘরে ঘুমাতে যান সিরাজ মিয়া সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে স্বজনরা সিরাজ মিয়াকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
প্রতিবেশীদের ধারণা, পরিবার থেকে সহযোগিতা না পাওয়ায় ও অভাব-অনটন থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পরিবারের পক্ষ থেকে।