Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টা এবং বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী টেলিহাটি গ্রামের মইজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর জামুরিয়া গ্রামের আ. রহমানের ছেলে আ. সাত্তার (৫০)।

বৃহস্পতিবার ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাজেদা খাতুন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর বুধবার ভর্তি হয়েছিলেন আ. সাত্তার। তিনি বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা যান। তারা দুজনেরই ডেঙ্গুজ্বরের পাশাপাশি ফুসফুসের ইনফেকশন, কিডনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ২১ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৯ জন ভর্তি আছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকার কথা বলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম