Logo
Logo
×

সারাদেশ

একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত

Icon

নাটোর ও লালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যে রাষ্ট্রে সব ধর্ম ও বর্ণের অনুসারী মানুষ মিলেমিশে পাশাপাশি বসবাস করবে। নারীরা পূর্ণ নিরাপত্তা ভোগ করবে। নাগরিক অধিকারের প্রশ্নে মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ তৈরি করা হবে না। রাষ্ট্রের সব মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সব মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবে জামায়াত।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড ও চলতি বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারীদের ফাঁসি দাবিতে লালপুর উপজেলা জামায়াত আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- বাগাতিপাড়া উপজেলা আমির একেএম আফজাল হোসেন, জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম ও অধ্যাপক আব্দুল ওয়াহাব প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম