একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত
নাটোর ও লালপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যে রাষ্ট্রে সব ধর্ম ও বর্ণের অনুসারী মানুষ মিলেমিশে পাশাপাশি বসবাস করবে। নারীরা পূর্ণ নিরাপত্তা ভোগ করবে। নাগরিক অধিকারের প্রশ্নে মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ তৈরি করা হবে না। রাষ্ট্রের সব মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সব মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবে জামায়াত।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড ও চলতি বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারীদের ফাঁসি দাবিতে লালপুর উপজেলা জামায়াত আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- বাগাতিপাড়া উপজেলা আমির একেএম আফজাল হোসেন, জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম ও অধ্যাপক আব্দুল ওয়াহাব প্রমুখ।