বরিশালে ন্যায্য মূল্যের দোকান, ১ ঘণ্টায় বিক্রি শেষ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
বাজার সিন্ডিকেট ভাঙতে বরিশালে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধনের এক ঘণ্টায় সব সবজি বিক্রি হয়ে গেছে। এ বাজারে জনসাধারণ সাধারণ বাজারের চেয়ে অধিকাংশ পণ্য অর্ধেক দামে কিনতে পারছেন।
ফলে বুধবার সকাল ১০টায় প্রথম দিন নগরীর চাঁদমারি কলোনিতে এ বাজার উদ্বোধনের পর ১১টার দিকে বিক্রি শেষ হয়েছে।
‘বৈষম্যবিরোধী ছাত্র নাগরিক বরিশাল’-এর ব্যানারে বাজারটি পরিচালিত হচ্ছে। সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে মধ্যস্বত্বভোগী ছাড়াই ভোক্তাপর্যায়ে পণ্য বিক্রি করা হচ্ছে। তাই কম দামে সবজি বিক্রি সম্ভব হচ্ছে উদ্যোক্তাদের। বাজারের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বাজারটি পরিচালনার দায়িত্বে থাকা আবু বক্কর সিদ্দিক। ন্যায্যমূল্যের বাজারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
ক্রেতা জামাল হোসেন বলেন, ৮০ টাকার একটি তাজা লাউ অর্ধেক দামে কিনতে পেরেছি। অন্যান্য সবজির দামও কম। এমন দোকান এলাকায় এলাকায় ছড়িয়ে পরলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে যাবে বলে বিশ্বাস।
বাজারটি পরিচালনার দায়িত্বে থাকা আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে এ বাজার চালু হয়েছে। এর কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।
আবু বক্কর আরও বলেন, বরিশালের উজিরপুরের গুঠিয়া এলাকার কৃষকের কাছ ন্যায্যমূল্যে সবজি কিনে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। তাই চাহিদাও রয়েছে অনেক বেশি। কম আয়ের নাগরিকদের সুবিধার জন্য দোকানের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, বাজার সিন্ডিকেটের কারণে দেশের জনসাধারণের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। এ সিন্ডিকেটের বিরুদ্ধে সচেতন নাগরিকদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, প্রথম দিন কাঁচামরিচ ১১০ টাকা কেজি, করলা ৫০ টাকা, শসা ৩০ টাকা, মূলা ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা, কলা হালিপ্রতি ২৫ টাকা, লাউ আকার ভেদে ৩০-৪০ টাকা এবং ধনেপাতা ১শ গ্রাম ১৫ টাকা দরে বিক্রি হয়েছে। কৃষকের কাছ থেকে পণ্য কেনার ওপর ভিত্তি করে এ দাম উঠা-নামা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।