Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ১৭ ছাত্রী হাসপাতালে

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম

লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে ১৭ ছাত্রী হাসপাতালে

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। 

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এসব শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল থেকে মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। 

তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন চিাকৎসক কমলাশীষ রায়। তিনি বলেন, টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা নিচ্ছিলেন। টিকা দেওয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ১৭ ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। 

মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। ২৪ অক্টোবর থেকে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৬৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এই টিকা।

শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। পুরো শরীর ঝিম ঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম