Logo
Logo
×

সারাদেশ

নগর ভবনে ঢুকে রাসিকের নারী কর্মীকে ছুরিকাঘাত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম

নগর ভবনে ঢুকে রাসিকের নারী কর্মীকে ছুরিকাঘাত

নগর ভবনে ঢুকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক নারী কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরের এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী।

তবে হামলাকারী কাউকে তিনি চিনতে পারেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন।

ভুক্তভোগী ওই নারীর নাম বর্ষা রানী সাহা (২৮)। তিনি রাসিকের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তার অফিস। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওই নারী। পরে থানায় অভিযোগ করতে যান।

তখন মোবাইলে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে জানান; কিন্তু পরবর্তীতে আবার ফোন করা হলে ধরেননি বর্ষা রানী সাহা।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় আসেন। তিনি দাবি করেছেন যে, নগর ভবনে ঢুকে তিন তরুণ তাকে মারধর করেছে। এরপর একজন ছুরিকাঘাত করে। তবে তিনি কাউকে চেনেন না বলে দাবি করেছেন।

ওসি বলেন, ওই নারীর স্বামীও থানায় এসেছিলেন। এখন থেকে স্বামীর সঙ্গে অফিসে যাতায়াত করার জন্য ওই নারীকে পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন বলেন, ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা বলতে পারব না। বর্ষা আমার কাছে এসে কিছু জানাননি। চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে সেই বিষয়টি আমরাও জানার চেষ্টা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম