Logo
Logo
×

সারাদেশ

বিদেশ থেকে ফিরেই ডাকাতের খপ্পরে, সব হারিয়ে হতাশ প্রবাসী

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম

বিদেশ থেকে ফিরেই ডাকাতের খপ্পরে, সব হারিয়ে হতাশ প্রবাসী

নরসিংদীতে বিদেশফেরত যাত্রীবাহী প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল গাড়িতে থাকা যাত্রীর কাছ থেকে নগদ টাকা স্বর্ণালংকার ও পাসপোর্ট ছিনিয়ে নেয়। 

বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাইভেটকার চালক পারভেজ আহাম্মেদ জানিয়েছেন, মঙ্গলবার রাতে এয়ারপোট থেকে বিদেশফেরত এক যাত্রীকে নিয়ে হবিগঞ্জ উপজেলার বানিয়াচং যাচ্ছিলাম। পথিমধ্যে ইটাখোল সৌদিয়া রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ উপজেলার বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা দেই। 

তিনি আরও জানান, প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে শহিদ মিনার এলাকায় পৌঁছলে একটি পিকাপভ্যান আমাদের গাড়ির গতিরোধ করে। ওই সময় ৩-৪ জন ডাকাত পিকাপভ্যান থেকে নেমে আমার গলায় চাপাতি ধরে যাত্রী ও আমার কাছ থেকে নগদ টাকা স্বর্ণালংকার ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।

এ বিষয়ে ইটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সারোয়ার বলেন, মহাসড়কে ডাকাতি হয়েছে- এমন কোনো সংবাদ পুলিশ ফাঁড়িতে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম