Logo
Logo
×

সারাদেশ

জনগণের আস্থা ফিরিয়ে আনাই পুলিশের বড় চ্যালেঞ্জ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম

জনগণের আস্থা ফিরিয়ে আনাই পুলিশের বড় চ্যালেঞ্জ

বান্দরবানে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার।

এ সময় অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটে। পাহাড়ে ট্যুরিজম সমস্যায় স্থানীয় মানুষের পেশার কর্মক্ষেত্র কমেছে। মানুষের মাঝে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, জীবিকা না থাকায় চুরি-ডাকাতির বেড়েছে বান্দরবান। পর্যটন হচ্ছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার অন্যতম মাধ্যম। পর্যটন ব্যবস্থা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। জনগণের আস্থা ফিরিয়ে আনাই পুলিশের বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশ পেশাদারদের মধ্যে কোনো কোনো দূরত্ব থাকার সুযোগ নেই। গণমাধ্যম কর্মীদের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে ওরিয়েন্টেশন কার্যক্রম চালু করা হবে। পুলিশ ও গণমাধ্যমের লক্ষ্য একটাই- দেশের জন্য কাজ করা। আমরা পরস্পরের সঙ্গে আলাপ আলোচনায় দেশ ও জনগণের উন্নয়নে কাজ করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম