Logo
Logo
×

সারাদেশ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নাজমুল আহসান

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পিএম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নাজমুল আহসান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. নাজমুল আহসান। তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন। 

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়- ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. নাজমুল আহসানের যোগদানের তারিখ থেকে চার বছর নিয়োগের মেয়াদ হবে। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ড. নাজমুল আহসান বিএসসি ও এমএস সম্পন্ন করেছেন। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর গবেষণা শেষ করেছেন। 

প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম